Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কোন সেবা কিভাবে পাবেন :
বিস্তারিত

ক্র:

সেবার বিবরণ

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র/তত্ত্বাদি

সেবামূল্য

সময়সীমা

০১

প্রশিক্ষণ প্রদান

নীতিমালা অনুযায়ী প্রাপ্ত আবেদনের আলোকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে জেলা কাযালয়ে প্রেরণ এবং

 অ -প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা।

১. নাগরিকত্ব সনদ / জাতীয় পরিচয় পত্র

২. বেকারত্ব সনদ ।

৩. শিক্ষাগত যোগ্যতার সনদ ।

        ( বিজ্ঞপ্তি অনুযায়ী )

১.  ‍ুঅ-প্রাতিষ্ঠানিক এর ক্ষেত্রে বিনা মূল্যে ।

২. প্রতিষ্ঠানিকের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সেবামূল্য।

১.   অপ্রাতিষ্ঠানিক

 ০৭ দিন বা প্রধান কার্যালয় কতৃক

নির্ধারিত।

২.  প্রাতিষ্ঠানিক

 ০১—০৬ মাস।

০২

ঋণদান কর্মসূচি

নীতিমালা অনুযায়ী প্রাপ্ত আবেদনের আলোকে সরেজমিন পরিদর্শ পূর্বক প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে জেলা কার্যালয়ে প্রেরণ এবং অ-প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে উপজেলা ঋণ অনুমোদন কমিটির সভায় উপস্থাপন করা।

১. যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সনদ।

২. জামিনদারের তত্ত্ব প্রদান।

২.নাগরিকত্ব সনদ / জাতীয় পরিচয় পত্র

       নিজের ও জামিনদারের ।

৩. নিজের ও জামিনদারের ছিবি ০৩ কপি

    করে (পি.পি. আকার)

৪. ৩০০ টাকার ষ্ট্যাম্পে  নির্ধারিত চুক্তি

    চুক্তি সম্পাদন।  

১. চুক্তির জন্য

 ৩০০/-টাকার ষ্ট্যাম্প।

২. চেক গ্রহনে ১০/- টাকার রাজস্ব ষ্ট্যাম্প।

 

 

০৭ দিন  থেকে

২১ দিন ।

০৩

যুব সংগঠন রেজিষ্ট্রেশন

নীতিমালা অনুযায়ী প্রাপ্ত আবেদনের আলোকে সরেজমিন পরিদর্শ পূর্বক  জেলা কার্যালয়ে প্রেরণ ।

১. সংগঠনের সাধারণ পরিষদ কতৃক

    অনুমোদিত গঠনতন্ত্র-০৩ কপি।

২. কাযনির্বাহী কমিটির তালিকা ও

    তাদের জাতীয় পরিচয়পত্র ।

৩. সংগঠনের ব্যাংক হিসাব নম্বার।

৪.  ৫০০/- টাকার ব্যাংক চালান কপি।

 

রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০০/-টাকার ব্যাংক চালান কপি।

 

এক মাস

 

 

 

 

 

০৪

যুব সংগঠনের অনুদান

নীতিমালা অনুযায়ী প্রাপ্ত আবেদনের আলোকে সরেজমিন পরিদর্শ পূর্বক উপজেলা নির্বাহী অফিসার বরাবর  প্রেরণ । (অন লাইন প্রক্রিয়া)

১. নির্ধারিত প্রকল্প প্রস্তাব উপস্থাপন ।

২. সংগঠনের রেজিষ্ট্রেশন কপি।

৩. আবেদন ফরমে চাহিত সকল তত্বাদি

   উপস্থাপন ও সংযোজন।

 

  বিনা মূল্যে ।

 

মন্ত্রনালয় কতৃক

 নির্ধারিত।

 সাধারণত  ০২ মাস ।

০৫

জাতীয় যুব পুরস্কার

নীতিমালা অনুযায়ী প্রাপ্ত আবেদনের আলোকে সরেজমিন পরিদর্শ পূর্বক উপপরিচালক বরাবর  প্রেরণ ।

১. নির্ধারিত অবেদনপত্র অনুসারে চাহিত

   তত্বাদি উপস্থাপন ও সংযোজন।

   বিনা মূল্যে ।

মন্ত্রনালয় কতৃক

 নির্ধারিত।

 ১ নভেম্বর জাতীয় যুব দিবসে ।

০৬

সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচি

যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে

৩০/৩৫ জন যুবক/যুব নারী- কে নির্ধারিত স্থানে , প্রজনন স্বাস্থ্য ,

যৌতুক,নারীর ক্ষমতায়ন,মাদকের কু-ফল, দূযোগ মোকাবেলা, সহ নানা বিষয়ে ২/৩ দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

১. সাদা কাগজে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন সহ জাতীয় পরিচয় পত্রের কপি এবং ছবি ০১ কপি।

    বিনা মূল্যে ।

৩০/৩৫ টি আবেদন প্রাপ্তির পর ০৭ দিনের মধ্যে অথবা কতৃপক্ষের নির্ধারিত সময়ে।